শিরোনাম
সাতক্ষীরায় বিএসএফ ২ রাখাল ধরে নিয়ে গেছে
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৪:৫২
সাতক্ষীরায় বিএসএফ ২ রাখাল ধরে নিয়ে গেছে
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরা দেবহাটার ভাতশালা সীমান্তের বিপরীতে ভারতের শ্বৈতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশি রাখালকে ধরে নিয়ে গেছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোরে তাদেরকে ধরে নিয়ে যায় বিএসএফ।


অপহৃত বাংলাদেশিরা হলেন দেবহাটার ঘলঘলিয়া গ্রামের মাজেদ গাজীর ছেলে হাসান গাজী ও চরশ্রীপুর গ্রামের জান মুহাম্মাদের ছেলে আজিজুল ইসলাম।


ফিরে আসা অন্য রাখালরা জানান, গরু আনতে তারা শনিবার বিকেলে দেবহাটা উপজেলার ভাতশাল সীমান্ত পার হয়ে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভারতের শ্বেতপুর বিএসএফের সদস্যর দুজন বাংলাদেশি রাখালকে আটক করে। পরে তাদেরকে ব্যাপক মারধর করে ধরে নিয়ে যায়। অন্যরা পালিয়ে বাংলাদেশ সীমান্তে আসে।


ভাতশালা বিজিবির কোম্পানি কমান্ডার সুশীল ভৌমিক বলেন, আমরা এমন কোনো ঘটনা এখনো শুনিনি। তবে এই ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি।


বিবার্তা/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com