শিরোনাম
সাংবাদিক নাজমুলের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৩:৫৪
সাংবাদিক নাজমুলের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
ময়মনসিংহ ব্যুরো
প্রিন্ট অ-অ+

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাজমুল হুদার মুক্তি দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহের সাংবাদিক সমাজ। রবিবার সকাল ১১টার দিকে নগরীর ঐতিহাসিক ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন করা হয়।


দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ নোমানের সভাপতিত্বে মানববন্ধনে ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক মো. শামসুল আলম খান, আইয়ুব আলী, নিয়ামুল কবির সজল, আ ন ম ফারুক, হোসাইন শাহীদ, প্রদীপ ভৌমিক, এম আব্দুল্লাহ আল মামুন খান, মাছরাঙার প্রতিনিধি শরীফুজ্জামান টিটু, সময় টিভির ব্যুরো প্রধান হারুন অর রশিদ, প্রথম আলোর অফিস প্রধান কামরান পারভেজ, দৈনিক লোক লোকান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল আলম খসরু, মানবকন্ঠের জেলা প্রতিনিধি আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।


মানববন্ধনে বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দায়ে সাংবাদিক নাজমুল হুদাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে অসহনীয় নির্যাতন চালানো হচ্ছে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই একটি চক্র সাংবাদিকদের নিজেদের প্রতিপক্ষ বানানোর হীন প্রয়াস নিয়েছে। অবিলম্বে সাংবাদিক নাজমুল হুদাকে নি:শর্ত মুক্তি না দিলে গোটা দেশের মতো ময়মনসিংহেও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।


উল্লেখ্য, সাভারের আশুলিয়ার গার্মেন্টস কারখানা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিবার্তা/ফাহিম/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com