শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার মানোন্নয়নে সভা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ০৫:৩০
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার মানোন্নয়নে সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে সনাকের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা হয়েছে। শনিবার সদর উপজেলার বারঘরিয়া নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সহযোগিতায় বিদ্যালয় অফিস কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।


বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ভব সুন্দর পালের সভাপতিত্বে সভায় সহসভাপতি মো. আসাদুজ্জামান, সদস্য গোলাম জাকারিয়া, বিমল চন্দ্র পাল, আরমান আলী, পূর্ণিমা রাণী, সেলিনা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা খাতুন, সনাকের রাইহানুল ইসলাম, গৌরী চন্দ সিতু, গোলাম ফারুক, সাইফুল ইসলাম রেজা, আব্দুল খালেক, নইমুল বারী, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


সভায় তথ্য ও মনিটরিং বোর্ড হালনাগাদকরণ, অতিরিক্ত ফি আদায় বন্ধ করা ও রশিদের মাধ্যমে ফি গ্রহণ, এসএমসির কার্যকরিতা বৃদ্ধি, শিক্ষার গুণগত মান বাড়ানো, উপবৃত্তি চালুকরণের উদ্যোগ নেয়া, স্থানীয় উদ্যোগে তহবিল গঠন, অ্যাকটিভ মাদারস ফোরাম গঠন, নারী-পুরুষের জন্য পৃথক পায়খানা নির্মাণ ইত্যাদি বিষয়ে মুক্ত আলোচনা হয়।


বিবার্তা/জাকির/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com