শিরোনাম
দিনাজপুরে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৭, ২৩:২৫
দিনাজপুরে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জেলা প্রশাসক মীর খায়রুল আলমের আশ্বাসের প্রেক্ষিতে দিনাজপুরে ওষুধের দোকানে অনির্দিষ্টাকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ওষুধ ব্যবসায়ীরা। দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার দুপুরে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।


বৈঠকে ওষুধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি পূরণের আশ্বাস দিলে ওষুধ ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সেই প্রেক্ষিতে শনিবার ২টার পর দিনাজপুর শহরের সব ওষুধের দোকান খুলেছে। ফলে বিপাকে পড়া রোগী ও তাদের স্বজনরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে দিনাজপুর শহরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আরমান ফার্মেসিকে এক লাখ টাকা, মিতালী ফার্মেসিকে এক লাখ টাকা, অবৈধভাবে ক্লিনিক পরিচালনার দায়ে শহরের পাহাড়পুর এলাকার আনোয়ারা ক্লিনিককে এক হাজার টাকা ও গোলকুঠি এলাকার রোগমুক্তি ক্লিনিককে দুই লাখ টাকা জরিমানা করে।


এই অভিযানের প্রতিবাদে ওইদিন বিকেল ৪টা থেকে দিনাজপুর শহরের সব ওষুধের দোকান বন্ধ করে বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট্রি সমিতি দিনাজপুর শাখা। এক বৈঠকে ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয় ওষুধ ব্যবসায়ীরা।


ওষুধ ব্যবসায়ীদের ৪ দফা দাবির মধ্যে ছিল- বৃহস্পতিবার র‌্যাবের অভিযানে কয়েকটি ওষুধের দোকান থেকে নেয়া “টোকেন মানি বাদে জরিমানার বাকি টাকা ফেরৎ দেয়া, দিনাজপুর ড্রাগ সুপার মো. রফিকুল ইসলামকে দ্রুত অপসারণ, সুনির্দিষ্ট ওষুধ রাখার তালিকা প্রতিটি ফার্মেসিতে প্রদান করা ও চিকিৎসকের প্রেসক্রিপশন দেয়া ফুড সাবলিমেন্ট্রি সাপ্লাই বন্ধ করা।”


জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে বৈঠকে দিনাজপুর জেলা ক্যামিষ্ট অ্যান্ড ড্রাগিষ্ট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আনোয়ার ইসলাম, সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন চৌধুরী, নির্বাহী সদস্য মো. আসাদুজ্জামান সাগরসহ অর্ধশত ওষুধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


বিবার্তা/শাহী/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com