শিরোনাম
দৌলতপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:৩২
দৌলতপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা হলরুমে এ কার্যক্রম শুরু হয়। কমান্ডার মানিক কুমার ঘোষ এর সভাপত্বিতে সাত সদস্য বিশিষ্ট কমিটি যাচাই বাছাই শুরু করেন।


যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান জানান, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য অনলাইনে ৪৯৯ জন এবং সরাসরি ৬২০ জনের আবেদন জমা পড়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এ কার্যক্রম চলে। কমিটি তথ্য-প্রমাণ ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।


তিনি জানান, যাচাই-বাছাই শেষে তিন ধরনের তালিকা তৈরি করা হবে। কমিটির সর্বসম্মত তালিকা, কমিটির দ্বিধাবিভক্ত তালিকা এবং প্রত্যাখ্যাত তালিকা। কারো সম্পর্কে দ্বিধাবিভক্ত মতামত দেওয়া হলে যিনি পক্ষে মত দেবেন তিনি এবং যিনি বিপক্ষে মত দেবেন তিনিও এক বাক্যে যুক্তি দেবেন ও স্বাক্ষর করবেন। যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার দিন তিন ধরনের খসড়া তালিকা প্রস্তুত করে তা প্রকাশ করতে হবে। এ সিদ্ধান্তে কেউ অসন্তুষ্ট হলে আপিল করার সুযোগ পাবেন।


দৌলতপুরে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় সময় বাড়ানো হবে বলেও জানান তিনি।



বিবার্তা/শরীফুল/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com