শিরোনাম
একই সঙ্গে জন্ম নেয়া পাঁচ শিশুর মধ্যে ৩ জনের মৃত্যু
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ২২:৫১
একই সঙ্গে জন্ম নেয়া পাঁচ শিশুর মধ্যে ৩ জনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার কুমারখালীতে একসঙ্গে জন্ম নেয়া ৫ নবজাতকের মধ্যে ৩ শিশু মারা গেছেন। বুধবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জন্ম নেয়ার ২৭ ঘণ্টার মধ্যে এক ছেলে ও দুই মেয়ে মারা যায়।


বর্তমানে জীবিত দুটি মেয়ে শিশুর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। তবে পাঁচ শিশুর জন্মদাত্রী মায়ের শারীরিক অবস্থা ভালো আছে।


কুষ্টিয়া সদর হাসপাতালের (আরএমও) চিকিৎসক আশরাফুল আলম জানান, একই সঙ্গে জন্ম নেয়া পাঁচটি শিশুর মধ্যে ছেলে শিশুটি সকালে মারা যায়। বাচ্চাটির ওজন ছিলো ৪৩০ গ্রাম এবং পরবর্তীতে দুটি মেয়ে শিশু মারা গেছে তাদের ওজনও ৫০০ গ্রামের বেশি ছিলো না। তবে বর্তমানে জীবিত দুটি মেয়ে শিশুর অবস্থা স্থিতিশীল রয়েছে।


মঙ্গলবার (২ নভেম্বর) জন্ম নেয়া পাঁচ সন্তানের মধ্যে বুধবার তিনটি সন্তান মারা যাওয়ায় দুঃখ ভারাক্রান্ত বাবা সোহেল রানা জানান, সন্তান জন্মের পরপরই চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী অথবা ঢাকা নেয়ার পরামর্শ দিয়েছিলেন।


কিন্তু আমি একজন চা বিক্রেতা। আমার পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব হয়নি। হয়তো উন্নত চিকিৎসার ব্যবস্থা করাতে পারলে আমার সব শিশুই বেঁচে থাকতো।


বিবার্তা/আশিক/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com