শিরোনাম
খুলনা জেলা আ.লীগের জেল হত্যা দিবস পালন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ২০:৪৫
খুলনা জেলা আ.লীগের জেল হত্যা দিবস পালন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা জেলা আওয়ামী লীগ। বুধবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দলীয় কার্যালয়ে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। এছাড়া জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।


সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক একটি অধ্যায় তিন নভেম্বর ৷ ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারীদের অন্যতম জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।


১৯৭৫ সালে ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। তারপর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়।


একই বছর তিন নভেম্বর আবারো একদল বিপথগামী সেনা সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢুকে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। তারপর থেকে রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে বাংলাদেশে।


এসময় আলোচনায় অংশ নেন এ্যাড. কাজী বাদশা মিয়া, এ.এফ এম মাকসুদুর রহমান, বি এম এ সালাম, রফিকুর রহমান রিপন, মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো. কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, জবায়ের আহমেদ খান জবা, এ্যাড. নব কুমার চক্রবর্তী, কাজি শামিম আহসান, মোজাফফর মোল্লা, রকিবুল ইসলাম লাবু, মো. খায়রুল আলম, আজগার বিশ্বাস তারা, জামিল খান, শিউলি সারোয়ার, অমিয় অধিকারী, নাজনীন নাহার কনা, মানিকুজ্জামান অশোক, খান সাইফুল ইসলাম, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, শেখ মো. আবু হানিফ, দেবদুলাল বাড়ই বাপ্পি, মো. ইমরান হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, বিধানচন্দ্র রায়, তালিউর রহমান সানি, আসাদুজ্জামান রাজা, আসিফুর রহমান রানা, তানভীর রহমান আকাশ, চিশতী নাজমুল বাশার, বাধন হালদার, মো. রাসেল, পলাশ রায়, খাইরুল বাশার, মইনুল হাসান মঈন, সাইফুল ইসলাম সাইফ, বিশ্বজিৎ মন্ডল, আব্দুল খালেক স্বাধীন, মো. ইসমাইল মৃধা ইমন, আযম হোসেন, মো. মিলু নীলমণি, আরিফ, সৌরভ, সুমন, সৌম্যদীপ, তূর্যসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com