শিরোনাম
নারী হত্যায় ছেলের ফাঁসি, মায়ের যাবজ্জীবন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ১২:০০
নারী হত্যায় ছেলের ফাঁসি, মায়ের যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এক নারীকে হত্যার দায়ে ছেলের ফাঁসি ও মাসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নড়াইলের আদালত।


বুধবার (৩ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।


ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার সলেমান সরদারের ছেলে সেলিম সরদার।


যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সলেমান সরদারের স্ত্রী মোমেনা বেগম ও কবির খানের ছেলে সাজ্জাদ খান।


জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।


পিপিইমদাদুল হক জানান, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশী হালিমা বেগম দেখে স্থানীয়দের জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা মোমেনা বেগম হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। বাগবিতণ্ডার একপর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমাকে মাথায় আঘাত করেন।


এ সময় সেলিমের মা মোমেনা বেগম এবং অপর আসামি সাজ্জাদ খান হালিমাকে কিল-লাথিসহ মারধর করেন। আহত হালিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


বিবার্তা/কেআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com