শিরোনাম
নিখোঁজ মাদ্রাসা ছাত্র, উৎকণ্ঠায় পরিবার
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ১১:০২
নিখোঁজ মাদ্রাসা ছাত্র, উৎকণ্ঠায় পরিবার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


নিখোঁজ ওই ছাত্রের নাম আনোয়ার হোসেন (১৬)। সে বান্নল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও বালিথা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।


নিখোঁজ ছাত্রের পরিবার জানায়, উপজেলার বান্নল হাফিজিয়া মাদ্রসায় আনোয়ার হোসেন ও তার ফুফাতো ভাই লাদেন লেখাপড়া করে। তিন দিনের ছুটি শেষে গত ৯ জানুয়ারি লাদেন ও আনোয়ার মাদ্রাসার উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হয়। তারা মাদ্রাসায় গিয়ে ওই মাদ্রাসায় আর পড়ালেখা করবে না বলে দুইজনই বিছানাপত্র নিয়ে আবার বাড়ির উদ্দেশে রওনা দেয়। এরপর লাদেন বাড়ি আসলেও আনোয়ার আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় ধামরাই থানায় বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করা হয়।


আনোয়ারের বড় ভাই সানোয়ার হোসেন জানান, তার ফুফাতো ভাই লাদেন বাড়ি এসে বলেছে- কালামপুর বাসস্ট্যান্ডে আসার পর একটি সাদা প্রাইভেটকারে করে তাদের দুইজনকে অপহরণ করে নিয়ে যায় মানিকগঞ্জ টেপড়া এলাকায়। এরপর লাদেন সেখান থেকে চলে এসেছে। কিন্তু আনোয়ার কোথায় আর বলতে পারে না লাদেন। তবে লাদেনের কথায় বিষয়টি রহস্যজনক মনে করছেন আনোয়ারের স্বজনরা।


স্থানীয় ইউপি সদস্য শহিদুল্লাহ জানান, আনোয়ারের নিখোঁজের বিষয়ে লাদেন একেক সময় একেক ধরনের কথা বলছে।


এ বিষয়ে সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা ধামরাই থানার এসআই আবু সাইদ বলেন, আনোয়ারকে উদ্ধারের চেষ্টা চলছে। লাদেনকে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে।


বিবার্তা/শরীফুল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com