শিরোনাম
প্রতীকী গণভোটে সুন্দরবন রক্ষা জয়ী
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ২৩:০২
প্রতীকী গণভোটে সুন্দরবন রক্ষা জয়ী
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকার সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীসহ জনগণের মতামতের জন্য প্রতীকী ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়েছে।


এদিন যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ গণভোটের রায় প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান।


ঘোষিত ফলাফলে মতে, মোট ভোট পড়েছে ৬ হাজার ৪৪৮টি। সুন্দরবন রক্ষার পক্ষে ভোট পড়েছে ৫ হাজার ৯১০টি। রামপালে বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে ভোট পড়েছে ৪৭৩। বাতিল হয়েছে ৬৫টি ভোট।


সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার আয়োজনে গত ৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এ ভোট গ্রহণ করা হয়েছিল। এরপর ১৯ জানুয়ারি প্রতীকী এ গণভোটের রায় প্রকাশ অনুষ্ঠিত হয়।


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি উজ্জ্বল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী রিন্টু, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ও জেলা বাসদের সমন্বয়ক হাসিনুর রহমান।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com