শিরোনাম
খুলনায় অসুস্থ শ্রমিকদের মাঝে চেক বিতরণ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ২১:২১
খুলনায় অসুস্থ শ্রমিকদের মাঝে চেক বিতরণ
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার আওতাধীন অসুস্থ শ্রমিকের চিকিৎস্যা এবং তাদের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষা সহায়তা হিসেবে ৪৪ জন শ্রমিক ও তাদের স্বজনদের মাঝে ১৫ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।


বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।


চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। শিল্পের উন্নয়নে শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উৎপাদন, উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান গুরুত্বপূর্ণ।


চেক বিতরণে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. মো. সোয়াইব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।


বিবার্তা/তুরান/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com