শিরোনাম
ডিম খেতে উৎসাহিতকরণ সেমিনার
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৮:৩৫
ডিম খেতে উৎসাহিতকরণ সেমিনার
চিরিরবন্দর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদেরকে ডিম খেতে উৎসাহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদের উদ্যোগে ও উপজেলা প্রাণি সম্পদ অফিসারের আয়োজনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদের সভাপতিত্বে সেমিনারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আফতাব উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, থানা ওসি মো. আনিছুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জিন্নাত আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমুখ বক্তব্য দেন।


সেমিনারে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


এরপর দুপুর ২টায় পুনট্টি ইউনিয়নে ১০ হাজার ডিম উৎপাদন ক্ষমতা সম্পন্ন হাসের হ্যাচারী উদ্বোধন করা হয়।


বিবার্তা/মিজান/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com