শিরোনাম
ময়মনসিংহে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৭:০৮
ময়মনসিংহে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
ময়মনসিংহ ব্যুরো
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ বাজারের অবস্থিত লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন এ জরিমানা করেন।


জানা যায়, নোংরা ও অপরিষ্কার পরিবেশের পাশাপাশি ভুয়া টেকনিশিয়ান দিয়ে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, ডাক্তারদের নাম ও পদবি ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণা করে আসচ্ছিলো ওই ডায়াগনস্টিক সেন্টারটি। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রি এজেন্ট এবং পিয়ন কর্তৃক প্যাথলজিক্যাল পরীক্ষা ও রিপোর্ট প্রস্তুত পর্যন্ত করতো লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার।


ভ্রাম্যমাণ আদালত এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. তুষারকে ১ লাখ টাকা জরিমানা করে। একই সাথে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়া হয়।


বিবার্তা/শাকিল/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com