শিরোনাম
রাজশাহীর ২ যুবকের কাছে মিললো ২৩ লাখ টাকার হেরোইন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ০৮:৪৯
রাজশাহীর ২ যুবকের কাছে মিললো ২৩ লাখ টাকার হেরোইন
সংগৃহীত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর গোদাগাড়ীতে দুই যুবকের কাছে পাওয়া গেছে আনুমানিক ২৩ লাখ টাকা মূল্যের ২৩০ গ্রাম হেরোইন। শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার মহিশালবাড়ি এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব।


আটকরা হলেন দিয়াড় মানিকচর এলাকার শহিদুল ইসলামের ছেলে রুবেল (২০) ও একই এলাকার আব্দুল বারিকের ছেলে সিফাত আলী (১৪)। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৪টার দিকে মহিষালবাড়ির এইচআইভি ও এইডস প্রতিরোধক স্বাস্থ্যসেবা পরামর্শ কেন্দ্রের সামনে থেকে হেরোইনসহ ওই দুজনকে আটক করে র‌্যাব।


তাদের কাছে থাকা শপিং ব্যাগে তিন প্যাকেটে ২৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা। মোল্লাপাড়া ক্যাম্পের ওই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের স্কোয়াড কমান্ডার ফ্লাইট লে. মারুফ হোসেন।


র‌্যাবের জিজ্ঞাসাবাদে ওই দুজন মাদক নিয়ে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজেদের সম্পৃক্ততার কথাও স্বীকার করেন তারা। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com