শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ১৬:৪৮
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২২ অক্টোবর) সকালে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। সভায় জেলা বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ আলী আহসান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।


সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। পরিবহনের সাথে জড়িতরাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। তাই একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পরিবহন ব্যবস্থা পরিচালনা করলে সড়কে প্রাণহানি কমে আসবে বলে জানান বক্তারা। সভায় জেলা বাস-মিনিবাস, ট্রাক মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দসহ বিআরটিএর কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান পরিচালনা করেন এনজিও সংস্থা স্বনির্ভর এর নির্বাহী পরিচালক এস,এম শাহীন।


বিবার্তা/আকঞ্জি/ ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com