শিরোনাম
মগবাজার রেলক্রসিংয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত
প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ১৪:০২
মগবাজার রেলক্রসিংয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মগবাজারে একটি কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা ওই কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় মগবাজার-তেজগাঁও সড়কে যান চলাচল বন্ধ থাকে প্রায় দুই ঘন্টা। পরে ট্রাফিক রমনা বিভাগের হস্তক্ষেপে আসে রাজারবাগ থেকে বড় রেকার।


অন্যদিকে কমলাপুর থেকে আসে ট্রেনের নতুন ইঞ্জিন। দুপুর একটার দিকে সরিয়ে নেয়া হয় কনটেইনার ট্রেনটি। ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) রেফাতুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা ওই কনটেইনার ট্রেন মগবাজার এলাকায় এসে লাইনচ্যুত হলে মগবাজার-তেজগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।


তিনি বলেন, বিষয়টি ট্রাফিক রমনা বিভাগ অবগত হওয়ার সঙ্গে সঙ্গে রাজারবাগ থেকে বড় রেকার ডাকে। অন্যদিকে, কমলাপুর থেকে আসে নতুন ইঞ্জিন। দুপুর একটার দিকে সরিয়ে নেওয়া হয় কনটেইনার ট্রেনটি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com