শিরোনাম
সৈয়দপুরে আলুক্ষেতে পচন, দুশ্চিন্তায় চাষিরা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৫:৪৫
সৈয়দপুরে আলুক্ষেতে পচন, দুশ্চিন্তায় চাষিরা
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর সৈয়দপুরে চলতি সপ্তাহে টানা কুয়াশায় আলুক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিরিক্ত কুয়াশা ও তীব্র শীতের কারণে এ অঞ্চলের আলুক্ষেতগুলো ‘লেট ব্লাইট’ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। কৃষি বিভাগের সহযোগিতায়ও রোগ নিরাময় না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার চাষিরা।


উপজেলার কামারপুকুর, বাংগালীপুর, বোতলাগাড়ী ইউনিয়নে বিভিন্ন গ্রামে আলুক্ষেতে সরজমিনে দেখা গেছে, অধিকাংশ আলু ক্ষেতে পচন রোগ আক্রান্ত হয়ে আলুগাছ পচে মরে যাচ্ছে। পচন রোগ থেকে আলুর গাছ রক্ষার জন্য কৃষকরা উচ্চ দামে বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনো লাভ হচ্ছে না।


স্থানীয় আলু চাষীরা জানান, সম্প্রতি কয়েকদিনের শৈত্যপ্রবাহ, মেঘলা আকাশ, গুড়িগুড়ি বৃষ্টির কারণে আলু গাছে পচন রোগ দেখা দিয়েছে। চলতি মৌসুমে আলু চাষে প্রতি বিঘায় প্রায় ২০-২৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। যদি এখন ভালো ফলন না হয় তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে এবং আগামীতে আলু চাষের আগ্রহ হারিয়ে ফেলতে পারে বলে ধারণা করছেন তারা।


কৃষকেরা আরো জানান, অনুমান নির্ভর বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেছেন। এতে কীটনাশক ব্যবসায়ীরা লাভবান হলেও, কৃষকরা কোনো উপকার পাচ্ছে না।


এ বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মণ্ডল বলেন, গতবার ভালো দাম পাওয়ায় এবারো চাষিরা আলু আবাদে ঝুঁকে পড়েছেন। প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে কিছু কিছু এলাকায় 'লেট ব্লাইট' দেখা দিয়েছে। তবে তা নিয়ন্ত্রণে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছে।


বিবার্তা/সুমন/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com