শিরোনাম
অবৈধভাবে মা ইলিশ আহরণ: ১১ জেলের কারাদণ্ড
প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ০৮:৩৮
অবৈধভাবে মা ইলিশ আহরণ: ১১ জেলের কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর চরবেল মেহেরনগর পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ১১ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


এছাড়া মা ইলিশ আহরণে ব্যবহৃত ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।


বুধবার (২০ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ কারাদণ্ডাদেশ দেন।


এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং আহরণ করা ৭ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।


অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ ও আনসার বাহিনীর সদস্যরা।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com