শিরোনাম
‘আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে’
প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ১৫:৩২
‘আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে’
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে তা দমন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।


বুধবার (২০ অক্টোবর) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ-এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে যারা হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলা করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না, অপরাধীদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com