শিরোনাম
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ১ টাকার বাজার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ১৫:২০
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ১ টাকার বাজার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমার এক টাকার বাজার বেশ সাড়া ফেলেছে।


মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে শহরের প্রচীন বৌদ্ধ মন্দির য়ংড বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।


বিদ্যানন্দ ফাউন্ডেশনের সূচনালগ্নের কথা তুলে ধরে মংসুইপ্রু বলেন, এক টাকার বাজারের মাধ্যমে এই ফাউন্ডেশন স্বল্প আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এসময় তিনি করোনাকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে সফলতা কামনা করেন।


অনুষ্ঠানে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স -এর নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিন, মন্দির পরিচালক কমিটির সহ-সভাপতি নিয়ং মারমাসহ বিহার অধ্যক্ষ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রবারণা পূর্ণিমার উপলক্ষে ১১০০ বৌদ্ধ ধর্মাবলম্বীর মাঝে জনপ্রতি মাত্র এক টাকায় নিজের পছন্দের কাপড় থেকে শুরু করে ভিন্ন ভিন্ন পণ্য ক্রয় করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।


বিবার্তা/মামুন/আশিক/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com