শিরোনাম
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ১৪:৩২
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন রাস্তায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, 'সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা উদ্দেশ্যপ্রণোদিত। জাতির জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসাম্প্রদায়িক বাংলাদেশকে অস্থিতিশীল করতে অপশক্তিরা এই ঘটনা ঘটিয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর তীব্র নিন্দা জানায়। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।'


শিক্ষার্থীদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসাইন বলেন, 'বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনো ধর্মের ভিত্তিতে নয়। সকল স্তরের মানুষের অংশগ্রহণের কারণেই বাংলাদেশ স্বাধীন হতে পেরেছিলো। অন্যায়-অত্যাচার যেখানে থাকবে সেখানে আমরা সবাই মিলে প্রতিহত করবো।'


বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, '১৯৪৭ সালে এই সাম্প্রদায়িকতার গোড়াপত্তন হয়। ১৯৯১, ২০০১ সালের ঘটনার আমি প্রত্যক্ষদর্শী। আর ২০২১ এ কি ঘটছে আমরা সবাই দেখেছি। কুমিল্লার ঘটনার পর সরকার থেকে কয়েকজনকে ধরার পরও কীভাবে পরপর সারাদেশের বিভিন্ন অঞ্চলে আবার সহিংসতা ছড়ায়? শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়েছে কিন্তু এরপরও কে বা কারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাচ্ছে তা খুব দ্রুত বের করার আহ্বান জানাই।'


বিবার্তা/বিশাল/আশিক/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com