শিরোনাম
ভাতার টাকা শিক্ষার্থীদের দান করলেন বীর মুক্তিযোদ্ধা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ১৬:৪৭
ভাতার টাকা শিক্ষার্থীদের দান করলেন বীর মুক্তিযোদ্ধা
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে বকশীগঞ্জে নিজের মুক্তিযোদ্ধা ভাতার টাকা দরিদ্র শিক্ষার্থীদের দান করেছেন এক বীর মুক্তিযোদ্ধা আফসার আলী। রবিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা, নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুমুল হক সিদ্দিকি, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী প্রতি মাসে তার নিজের মুক্তিযোদ্ধার ভাতার টাকা ১৮ জন দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য তাদের হাতে তুলে দিয়ে মহত্বের পরিচয় দিয়েছেন। তাঁকে অনুসরণ করে অসহায় মানুষের সহায়তায় সমাজের বিত্ত্ববানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে বীর মুক্তিযোদ্ধা আফসার আলী অতিথিদের নিয়ে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।


বিবার্তা/ওসমান/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com