শিরোনাম
দৌলতপুরে অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ২০:০৮
দৌলতপুরে অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘মা ইলিশ রক্ষা করুন, ইলিশ উৎপাদনে সহায়তা করুন’ এই -স্লোগানে কুষ্টিয়ার দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে শনিবার (১৬ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান পরিচালিত হয়েছে।


অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে দৌলতপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।


অভিযানে উপস্থিত ছিলেন- ইলিশ সংরক্ষণ অভিযান তদারকি টিমের ঢাকার প্রতিনিধি সহকারী পরিচালক সাইফুল ইসলাম।


এছাড়াও দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান, দৌলতপুর থানার এস আই আনোয়ার ও নৌপুলিশ মির্জাসহ সঙ্গীয় ফোর্স অভিযানে উপস্থিত ছিলেন। পদ্মা নদীর বাজুমারা, মানিকেরচর ও হাটখোলাপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হলে তা পুড়িয়ে ধংস করা হয়।


উল্লেখ্য, গত ৪ অক্টেবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষন, আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধের লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ পদ্মা নদীতে অভিযান চলমান রয়েছে।


বিবার্তা/শরীফুুল/ইমরান


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com