শিরোনাম
মমেকে আরো ৫ জনের মৃত্যু
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ১০:৩৯
মমেকে আরো ৫ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি ছিলেন।


শুক্রবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।


মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের আক্তারা বেগম (৬৬), রফিকুল ইসলাম (৬০), আনিসুজ্জামান (৫০), মুক্তাগাছা উপজেলার আকরাম (৩৫) ও হালুয়াঘাটের আব্দুল মোতালেব (৭৫)।


এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৬০ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছিলো।


ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে নতুন ২১ জন ভর্তিসহ ৯১ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন সাতজন। এ ছাড়া সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।


এদিকে গত ২৪ ঘণ্টায় ১৮৫ নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com