শিরোনাম
তেল চুরি, রেলের দুই চালক বরখাস্ত
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১৮:৫৭
তেল চুরি, রেলের দুই চালক বরখাস্ত
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ইঞ্জিন থেকে তেল পাচারের ঘটনায় দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।


বরখাস্তরা হলেন- রেলওয়ের লালমনিরহাট বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই/লোকো) ট্রেন চালক আব্দুল কাদের জ্বিলানী (এলএম) ও সহকারী চালক মিজানুর রহমান (এএলএম)।


পার্বতীপুর রেলওয়ে লোকোসেডের ইনচার্জ এসএসএই আব্দুল মতিন জানান, বুধবার (১৮ জানুয়ারি) থেকে দুই চালকের সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এর আগে শনিবার রাত পৌনে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে লোকোসেড সংলগ্ন রহমতনগর রেল কলোনির পাশে রেল ইঞ্জিন (নম্বর-৬৫১১) থেকে তেল পাচারের সময় রেলওয়ে পুলিশ ২৪০ লিটার তেল জব্দ করে।


এ ব্যাপারে পার্বতীপুর রেল থানায় মামলা করা হয়। তেল পাচারের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com