শিরোনাম
শেরপুরে মাধ্যমিকের প্রধান শিক্ষকদের মতবিনিময়
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১৮:০৯
শেরপুরে মাধ্যমিকের প্রধান শিক্ষকদের মতবিনিময়
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষায় গুণগত মানোন্নয়নের লক্ষে শেরপুরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রমে এ সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন, শ্রীবরদী এপিপিআই হাইস্কুলের প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, শ্রীবরদী আইডিয়ার স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল প্রমুখ বক্তব্য দেন।


বক্তারা বলেন, সঠিক সময়ে শিক্ষকদের উপস্থিতি, পাঠ-পরিকল্পনা ব্যবহার, সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী, নকলমুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষা, নিয়মিত অ্যাসেম্বলী ক্লাশ পরিচালনা, মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাশ পরিচালনা, নিজস্ব প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেয়া, শিক্ষকদের কোচিং বানিজ্য বন্ধ করতে হবে।


বিবার্তা/সানী/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com