শিরোনাম
হত্যা মামলা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১৭:১৬
হত্যা মামলা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার ঘটনায় স্বামী ও স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।


এছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


বাদী পক্ষের আইনজীবী গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, ১৯৯৮ সালের ২৩ জানুয়ারি জমির আইল কাটা নিয়ে কাপাসিয়ার ভিটিরটেক এলাকায় সফিউদ্দিন ও তার স্ত্রী রহিমা খাতুনের সাথে আফসার উদ্দিন ও তার স্ত্রী মোসা. রওশন আরা এবং মাইনুদ্দিন ও তার স্ত্রী জরিনা খাতুনের কথা কাটাকাটি হয়।


এ সময় মাইন উদ্দিন ও তার স্ত্রী রওশন আরা সফিউদ্দিনকে দা দিয়ে দিয়ে ও রহিমা খাতুনকে কোদাল দিয়ে কুপিয়ে আঘাত করে। এতে সফিউদ্দিন ও রহিমা খাতুন গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদীর মনোহরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ৩০ জানুয়ারি রহিমা খাতুনের মৃত্যু হয়।


এ ব্যাপারে নিহতের ভাই ফাইজুদ্দিন বাদী হয়ে কাপাসিয়া থানায় আফসার উদ্দিন, মাইনুদ্দিন, রওশনা আরা ও জরিনাকে আসামি করে মামলা করেন। কাপাসিয়া থানা পুলিশের এএসআই মো. আবু হানিফ ১৯৯৮ সালের ২৫ আগস্ট গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে চার্জশিট দাখিল করেন।


মালমার আসামি মাইনুদ্দিন ও তার স্ত্রী জরিনা ২০১১ সালে মৃত্যুবরণ করলে তাদের ওই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।


আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আফসার উদ্দিন ও তার স্ত্রী রওশন আরার উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।


আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. হাফিজ উল্লাহ দর্জি ও আলেয়া আক্তার।


বিবার্তা/সোহেল/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com