শিরোনাম
বোয়ালমারীতে জেলা প্রশাসক-সুধীজন মতবিনিময়
প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ১৪:৪৪
বোয়ালমারীতে জেলা প্রশাসক-সুধীজন মতবিনিময়
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে জেলা প্রশাসক অতুল সরকারের আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।


প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার তার বক্তব্যে বলেন, আমরা উন্নত দেশের কাতারে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় ইতোমধ্যে দুই হাজার ডলার ছাড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা খুব সহসাই পাব। এজন্য আমাদের আচরণের পরিবর্তন করতে হবে। ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে।


সরকারি কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। নির্দিষ্ট সময়ে কর্মকর্তাদের অফিসে পৌঁছাতে হবে।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার সাহা, বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার প্রমুখ।


বিবার্তা/হাসান/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com