শিরোনাম
আশ্রয়ণ কেন্দ্রের ঘরে নারীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ১৮:৩৫
আশ্রয়ণ কেন্দ্রের ঘরে নারীকে কুপিয়ে হত্যা
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের নিজ ঘরে সামিরন বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।


নিহত সামিরন বেগম স্থানীয় মৃত নেহাল মিয়ার স্ত্রী।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন ডুমুরতলা গ্রামের সামিরন বেগম। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে এলোপাতারি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।


এসময় আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য বাসিন্দারা চিৎকার চেচাঁমেচির শুনে এগিয়ে এসে মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। বকশীগঞ্জ থানা পুলিশ গভীর রাতে নিহতের মরদেহ উদ্ধার করে সকালে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠায়।


বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, এ ঘটনায় সামিরন বেগমের পালক কন্যা বেলা আক্তার একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, পুলিশ এই খুনের রহস্য উদঘাটন করতে মাঠে কাজ করছে। যে জড়িত যেই থাকুক না কেন তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।


বিবার্তা/ওসমান/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com