শিরোনাম
সাভারে তরুণদের দক্ষতা বৃদ্ধি কর্মশালা শুরু
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১৩:৫৬
সাভারে তরুণদের দক্ষতা বৃদ্ধি কর্মশালা শুরু
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সাভারে তিন দিনব্যাপী ‘কর্মসোপান পাটাতন’ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বিরেন শিকদার।


অ্যাডভান্সিং পাবলিক ইন্টারেস্ট ট্রাস্ট (এপিআইটি), আমরা কোম্পানীজ ও যুব উন্নয়ন অধিদফতর এ কর্মশালায় সহযোগিতা করছে।


কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইবাইস ও ইডেন কলেজের প্রায় ৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।


তরুণদের কর্মজীবনে প্রবেশে সহায়ক, কর্মক্ষেত্রে বিকাশের প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।


অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আকতার উদ্দিন আহমেদ, আমরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরাদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com