শিরোনাম
যশোরে বেকারদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে আরআরএফ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ১৫:৫২
যশোরে বেকারদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে আরআরএফ
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনা বিভাগের বেকার ১২৫ তরুণ-তরুণীর কর্মসংস্থানের জন্য যশোরে মঙ্গলবার থেকে বিনামূল্যে প্রশিক্ষণ শুরু হয়েছে। আউট সোসিং, গ্রাফিকস ডিজাইন, ওয়েবসাইট তৈরিসহ পাঁচটি কোর্সে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থানে সহায়তা করতে এ কার্যক্রম হাতে নিয়েছে যশোরের বেসরকারি সংস্থা আরআরএফ। স্কিলস ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেপ) আওতায় এ সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

 

আয়োজক সূত্রমতে, উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গ্রাফিকস ডিজাইন, গ্রাফিক ডিজাইন (আপ-স্কিল), প্রফেশনাল ফ্রি ল্যান্সিং (আউট সোর্সিং), প্রফেশনাল ফ্রিল্যান্সিং আপ-স্কিল, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট এই পাঁচটি কোর্সে ১২৫ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

 

বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান শেষে কোর্স সম্পন্নকারীদের এককালীন তিন হাজার টাকা বৃত্তি দেয়া হবে। কৃতকার্য প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানেও সহায়তা করবে আরআরএফ। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমনটিই জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস।

 

প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লা। এছাড়া আরো বক্তব্য দেন আরআরএফ’র উপ-নির্বাহী পরিচালক পিংকু রীতি বিশ্বাস, উপপরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ, উপপরিচালক (আইসিটি) হাফিজুর রহমান প্রমুখ।

 

বিবার্তা/তুহিন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com