শিরোনাম
শেরপুরে ‘যতদূূর বাঙালি ততদূর জনক’ নাটক মঞ্চায়ন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৯
শেরপুরে ‘যতদূূর বাঙালি ততদূর জনক’ নাটক মঞ্চায়ন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় মঞ্চস্থ হয়েছে ‘যতদূর বাঙালি ততদূর জনক’ নাটক।


শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৬৪ জেলায় মঞ্চ নাটক প্রদর্শন কমসূচির আওতায় এ নাটকটি মঞ্চস্থ হয়।


এর আগে প্রধান অতিথি হিসেবে নাটকটির মঞ্চায়নের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া এবং পুলিশ সুপারপত্নী ও জেলা পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া।


এসময় জেলা পুলিশ, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ‘যতদূর বাঙালি ততদূর জনক’ নাটকটি লিখেছেন প্রদীপ দেওয়ানজী। নাটকটির নির্দেশনায় ছিলেন শাহীন রহমান।


বিবার্তা/মনির/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com