শিরোনাম
‘আগামীতে গ্রামে থেকেই শহরের সুবিধা পাওয়া যাবে’
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৭, ১৭:১৯
‘আগামীতে গ্রামে থেকেই শহরের সুবিধা পাওয়া যাবে’
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধরী বলেছেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড যেভাবে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাচ্ছে, তাতে আগামী দিনে গ্রামে থেকেই মানুষ শহরের সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।


সোমবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, দেশের সব ক্ষেত্রে এখন উন্নয়ন হচ্ছে। আর এই উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প নেই।


কৃষিমন্ত্রী উপজেলার সাতটি ইউনিয়নে তার নিজ তহবিল থেকে ১২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৩০৮ জন শিশুকে কম্বল ও ২৬০জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীকে ১ লাখ ৩৯ হাজার টাকা দেন।


এসময় পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেছুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com