শিরোনাম
নরসিংদীতে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৯
নরসিংদীতে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মালবাহী লরির চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বাসটির আরও অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত ওই লরিচালকের মুঠোফোনের সূত্র ধরে জানা যায়, তার নাম পারভেজ। বয়স আনুমানিক ৩৮ বছর। নিহত পারভেজের বাড়ি ভোলা জেলায়। তবে তার প্রকৃত নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ধরে মালবাহী লরিটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ভৈরবের দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে কান্দাইল বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় বাস ও লরিটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


এতে ঘটনাস্থলেই লরিচালক পারভেজ নিহত হন। এই দুর্ঘটনায় বাসটির অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় বাস ও লরি জব্দ করে নিয়ে যায় ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা।


মাধবদী থানার উপপরিদর্শক মো. মুরাদ হোসেন জানান, দুর্ঘটনায় লাশ এবং জব্দ করা বাস-লরি ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পে রাখা আছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com