শিরোনাম
‘বিসিএস ছাড়া ক্যাডারভুক্ত নয়’
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৭, ১৪:০৯
‘বিসিএস ছাড়া ক্যাডারভুক্ত নয়’
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

জাতীয়করণের আওতায় আসা কলেজের শিক্ষকদের বিসিএস ছাড়া ক্যাডারভুক্ত না করার দাবি জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রংপুর জেলা ইউনিট। সোমবার দুপুরে সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

 

সম্মেলনে বলা হয়, ১৫ হাজার ক্যাডারভুক্ত শিক্ষক যখন মর্যাদাহানীর আশংকায় রয়েছেন তখন দেশের ৩১৫টি কলেজের ২০ হাজার শিক্ষকের চেপে বসার আশংকায় দেশের সকল সরকারি কলেজে অসন্তোষ বিরাজ করছে। কেননা জাতীয়করণ কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বেশিরভাগ কর্মকর্তা জ্যেষ্ঠতা হারাবেন।  

 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির তথ্য ও গবেষণা সম্পাদক কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক দিলিপ কুমার, টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ আমজাদ হোসেন, কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক শাহজাহান নাছির প্রমুখ।  

 

বিবার্তা/শাহিদ/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com