শিরোনাম
তীর-ধনুক নিয়ে আদিবাসীদের বিক্ষোভ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৬:৩১
তীর-ধনুক নিয়ে আদিবাসীদের বিক্ষোভ
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

১০ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ। রংপুর বিভাগের ৮ জেলার সহস্রাধিক আদিবাসী নারী-পুরুষ তীর ধনুক ও বাদ্যযন্ত্র নিয়ে এ কর্মসূচিতে অংশ নেয়।  

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাজেবগঞ্জ বাগদা ফার্ম এলাকার আদিবাস সাঁওতালদের হত্যা, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

 

রবিবার দুপুর ১টার দিকে নগরীর শাপলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে কাচারী বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় মিছিলের নগরবাসী হাততালি দিয়ে আন্দোলনকারীদের সমর্থন জানায়।  

 

সমাবেশে বক্তারা বলেন, সাজেবগঞ্জ বাগদা ফার্ম এলাকার আদিবাসী সাঁওতালদের হত্যা, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তারা হামলার ঘটনায় পক্ষপাতের অভিযোগে গোবিন্দগঞ্জের ইউএনও ও ওসির প্রত্যাহারের দাবি জানান।

 

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা সিপিবি সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রংপুর জেলা উদিচি সাধারণ সম্পাদক কাফি সরকার, জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা সভাপতি মনিলাল দাস, দিনাজপুর সভাপতি শিতল মারাডি, পীরগঞ্জ সভাপতি রোঞ্জিনা সরেন, রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্না, বাগমারা জমি উদ্ধার পরিষদের নেতা তিলিমন বাস্কে, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি বিভূতি ভূষন মাহাতো, আদিবাসী গবেষণা পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, নওগাঁ জেলা বাসদ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, রংপুর মহানগর বাসদের সাধারন সম্পাদক গৌতম রায়, রংপুর জেলা বাসদের সমন্বয়ক আব্দুল কুদ্দুস, মানবাধিকার কর্মী সারা মারান্ডী, অনিক আসাদ প্রমুখ।

 

বিবার্তা/শাহিদ/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com