শিরোনাম
দিনাজপুরে মাদক সেবন ও ব্যবসায় নয়
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ০০:৫০
দিনাজপুরে মাদক সেবন ও ব্যবসায় নয়
ফুলবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেছেন, “মাদক সেবী, ব্যবসায়ী এবং তৈরিকারিদের স্থান দিনাজপুরে মাটিতে হবে না। অচিরেই এসব ব্যক্তিরা মাদক থেকে দূরে সরে না আসলে তাদের জেলখানাতেই পঁচতে হবে।”


শনিবার দুপুরে বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বিরামপুর সার্কেল কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করে ওপেন হাউজ ডে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


সার্কেল কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের আগে থানা চত্বরে “ওপেন হাউজ ডে” আলোচনা সভায় বিরামপুর পরিত্যক্ত উপ-কারাগারটি অচিরেই চালুর দাবি জানানো হয়।


বিরামপুর থানার ওসি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভীনের সঞ্চালনায় ওপেন হাউজ ডে তে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, উপজেলা কমিউনিটি পুলিশং কমিটির সহসভাপতি মো. আব্দুল আজিজ সরকার প্রমুখ বক্তব্য দেন।


বিবার্তা/মেহেদী/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com