শিরোনাম
ঠাণ্ডায় কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১৬:২৫
ঠাণ্ডায় কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত
সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে কনকনে ঠাণ্ডায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। গত দুদিন ধরে শীতের তীব্রতা একটু কম থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে হিমেল হাওয়ায় বাড়তে থাকে ঠাণ্ডার তীব্রতা। কুড়িগ্রামে আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা বিরাজ করে শুক্রবার বিকেল ৪টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত।


উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। বিশেষ করে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরে বেশি ঠাণ্ডায় অনুভূত হওয়ায় সেখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও দিনমজুর শ্রেনীর মানুষ।



কুড়িগ্রাম সদর উপজেলার চর ভেলাকোপার বৃদ্ধা বছিরন জানান, বাবা এমন ঠাণ্ডা জীবনেও দেখি নাই। সন্ধ্যার পর হাত-পা বের করা যায় না। আমরা গরীব মানুষ কাপড় নাই। খুব কষ্ট করে আছি বাবা।


ঠাণ্ডার প্রভাবে বেড়েছে ডায়রিয়া, সর্দি, কাশি ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগের প্রাদুর্ভাব। শিশু ও বৃদ্ধরা শীতজনীত রোগে আক্রান্ত বেশি হচ্ছেন।


কুড়িগ্রাম সদর হাসপাতালে আউটডোরে প্রতিদিন গড়ে দেড়শ থেকে দুইশ রোগী চিকিৎসা নিচ্ছেন।


কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহিনুর রহমান জানান, গত ২৪ ঘণ্ডায় সদর হাসপাতালে ২১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ২৯টি শিশু রয়েছে।


হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি।


জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, জেলায় প্রশাসনের পক্ষ থেকে ৫৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।


কুড়িগ্রাম আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. নজরুল ইসলাম জানায়, কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা সকাল ৬টায় ৯৮শতাংশ রেকর্ড করা হয়েছে।


বিবার্তা/সৌরভ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com