শিরোনাম
‘ই-ভোটিংয়ে কারচুপি হবে এটা বিএনপির উদ্ভট কথা’
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১৫:১৮
‘ই-ভোটিংয়ে কারচুপি হবে এটা বিএনপির উদ্ভট কথা’
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনকে স্বচ্ছ করতেই সরকার ও নির্বাচন কমিশন ই-ভোটিংয়ের উদ্যোগ নিচ্ছে। এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে কারচুপি হবে এটা বিএনপির উদ্ভট কথা।


শনিবার দুপুর সাড়ে ১২টায় মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের একাডেমি ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে যে কোনো মূল্যে বাধাগ্রস্ত করতেই বিএনপি এসব উদ্ভট কথাবার্তা বলছে। আসলে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতেই তারা যে কোনো সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।


এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা সহকারী ভূমি কমিশনার সুবর্ণা রানী সাহা, জাসদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com