শিরোনাম
পাচঁটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিল উজানচর ইউপি
প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৬:৪০
পাচঁটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিল উজানচর ইউপি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার করোনা আক্রান্ত রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সেবা দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাচঁটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে উজানচর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।


শনিবার (৩১ জুলাই) উপজোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মণের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদীদ আল রহমান জনি। ইউনিয়ন পরিষদের আদায়কৃত হোল্ডিং ট্যাক্সের টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডারগুলো কেনা হয়েছে।


উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদীদ আল রহমান জনি বলেন, গত অর্থবছরে (২০২০-২১) ইউনিয়ন পরিষদ নাগরিকদের কাছ থেকে ৯ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করেছে। এই অর্থে ইউনিয়নের দুটি সড়কের কাজ এবং পরিষদের কর্মচারিদের বেতন দেয়ার পর কিছু টাকা থেকে যায়। সেজন্য টাকাগুলো নাগরিকদের কল্যাণে ব্যয় করার চিন্তা থেকে অক্সিজেন সিলিন্ডারগুলো কেনা হয়েছে। কারণ এ মুহূর্তে অক্সিজেনের সবচেয়ে বেশি প্রয়োজন।


বিবার্তা/আকঞ্জি/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com