শিরোনাম
ভ্যান হারিয়ে নিঃস্ব চালক মঈনুল
প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৬:৩৩
ভ্যান হারিয়ে নিঃস্ব চালক মঈনুল
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্র্যাক এনজিও থাকি ৩০ হাজার টাকা লোন নিয়া অটো ভ্যানটা কিনছুং। এই ভ্যান চালে মুই সংসার চালাং আর কিস্তির দেং। এ্যালা মুই কিস্তি দেইম কেমন করি৷


এভাবেই কথা গুলো বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সাড়ডুবি গ্রামের মৃত আঃ জলিলের পুত্র মঈনুল ইসলাম। নিজের বলতে কিছুই নেই। মাত্র ৪ শতাংশ জমিতে বাড়ি করে ৯ সদস্যের পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করেন৷ এখন সেটাও নাই।


ভ্যান চালক মঈনুল ইসলাম জানান, শুক্রবার (৩০ জুলাই) অটোভ্যান নিয়ে উপজেলার বড়খাতা কেরামতিয়া বড়মসজিদে (ভাঙ্গা মসজিদ) নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেখানে গিয়ে ভ্যানটি মসজিদের সামনে রেখে নামাজ আদায় শেষে বের হয়ে দেখেন তার ভ্যানটি নেই।


স্থানীয় ইউপি সদস্য মাসুম আলী বলেন, মঈনুল অত্যন্ত গরীব। ভ্যান চালিয়ে সে তার সংসার চালায়। শুনেছি তার উপার্জনের একমাত্র সম্বল অটোভ্যানটি হারিয়ে গেছে। এ বিষয়ে সমাজের বৃত্তবানদের দৃষ্টি আকর্ষন করছি।


এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ওই ব্যক্তি থানায় এসে অবগত করেছেন। আমরা ভ্যানটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।


প্রয়োজনে যোগাযোগঃ- ০১৩১১৬৮১৬৮৩ অথবা ০১৩১১৯৪৪৬২৯ অটোভ্যান চালক মঈনুল ইসলাম।


বিবার্তা/তমাল/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com