শিরোনাম
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু
প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১১:৪৫
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বর্তমানে ২২৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৭৭ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৪৭ জন।


মো. মেজবাউল আলম জানান, বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ১০০ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৪১ জন। হোম আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৮৫৯ জন।


জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩২ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৩ ভাগ। নতুন শনাক্তদের মধ্যে নতুন করে শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ১৪ জন, দৌলতপুরে ১৫ জন ও ভেড়ামারায় আটজন।


এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৪ হাজার ২৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৬৬ জন।


বিবার্তা/শরিফুল/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com