শিরোনাম
নামাজে একামত দেয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১৪:৫৮
নামাজে একামত দেয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
নিহত স্বজনের আহাজারী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ সদর উপজেলায় নামাজে একামত দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোদাচ্ছের হোসেন মোল্লা (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।


শুক্রবার (৩০ জুলাই) সকালে উপজেলার দোগাছী ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোদাচ্ছের হোসেন পুটিয়া গ্রামের মৃত শুকুর হোসেন মোল্লার ছেলে।


নিহতের চাচাতো ভাই সোহাগ হোসেন জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের জাফর ও মিলন হোসেন সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার (২৯ জুলাই) মাগরিবের নামাজে একামত দেয়াকে কেন্দ্র করে ওই গ্রামের মসজিদে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়।এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোদাচ্ছেরসহ বেশ কয়েকজন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোদাচ্ছেরকে মৃত ঘোষণা করে।


ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।


বিবার্তা/কোরবান/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com