শিরোনাম
অসহায় ‘বুদ্ধিপ্রতিবন্ধী’ দম্পতির পাশে দাঁড়ালেন ওসি
প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ১৭:৩৩
অসহায় ‘বুদ্ধিপ্রতিবন্ধী’ দম্পতির পাশে দাঁড়ালেন ওসি
শরিয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীয়তপুরের ডামুড্যার উত্তর বড় শিধলকুড়া গ্রামে রাস্তার পাশে বসবাস করেন বুদ্ধিপ্রতিবন্ধী স্বামী-স্ত্রী করিম ও কাকন। দারিদ্র্যের কারণে তাদের সংসা চলছে অতি কষ্টে। দেখার মত কেউ নেই। গ্রামের লোক মন চাইলে একবেলা খাবার দেয়। তাই দিয়ে চলছে তাদের জীবন।


বুধবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মানবেতর জীবন নিয়ে করা একটি পোস্ট ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদের চোখে পড়ে। বিষয়টি দেখার সাথে সাথেই তিনি ছুটে যান ওই দম্পতির কাছে। সেখানে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী এবং ব্যক্তিগত তহবিল থেকে কিছু অর্থ সাহায্য করেন।


করিম জানান, কোনো জনপ্রতিনিধি এ পর্যন্ত তাদের কোনো সহযোগিতা দেয়নি। এসময় করিম কান্না করে বলেন, প্রধানমন্ত্রী নাকি মানুষের থাকার জন্য ঘর দিতেছে। স্যার আপনি প্রধানমন্ত্রীকে বলবেন আমাকের একটা ঘর দিতে।


তাদের প্রসঙ্গে স্থানীয়রা বলেন, তারা অনেক কষ্টে আছেন। প্রায় সাত-আট বছর ধরে এ রাস্তার পাশে বসবাস করে আসছেন।


বিবার্তা/অনামিকা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com