শিরোনাম
রামেকের করোনা ইউনিটে আরো ১৮ মৃত্যু
প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০৯:৩৩
রামেকের করোনা ইউনিটে আরো ১৮ মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ৬, পাবনার ৭, নাটোরের ৩, কুষ্টিয়া ও মেহেরপুরের ১ জন করে মারা গেছেন। এ নিয়ে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৫৮ তম দিনে মোট ৮৫৫ জনের মৃত্যু হলো।


বুধবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।


শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে ৫৫৮ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৭৫%।


এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরেও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৪০৩ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫০ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com