শিরোনাম
শ্রীমঙ্গলে বাসার গেট ভেঙ্গে আড়াই লাখ টাকার মালামাল চুরির
প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৭:৪৭
শ্রীমঙ্গলে বাসার গেট ভেঙ্গে আড়াই লাখ টাকার মালামাল চুরির
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রীমঙ্গলে তালাবদ্ধ একটি বাসার গেট ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আড়াই লাখ টাকার মালামাল চুরির খবর পাওয়া গেছে।
শহরের জেটি রোডের নির্মাণাধীন ৩ তলা বাসার নীচতলার একটি ফ্লাটে এই চুরির ঘটনা ঘটে।


বাসার গৃহিনী মৃত মুক্তিযোদ্ধা আরজু মিয়ার স্ত্রী শামসুন্নাহার (৬০) জানিয়েছেন, নীচতরার দুটি আলাদা ফ্লাটের অপরটিতে তার মেয়ে থাকেন। গত ঈদ-উল আযহার আগে তারা সবাই গ্রামের বাড়ি হবিগঞ্জের মিরপুর যায়।


মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরের দিকে ফিরে দেখেন বাসার মেইন গেইট ভাঙ্গা। পরে ভেতরে প্রবেশ করে চুরির বিষয়টি জানতে পারেন। শামসুন্নাহার জানান, চোরেরা বাসার ষ্টীলের আলমারি ও শো-কেস ভেঙ্গে নগদ ৩৭ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ৩ তলা বাসার উপরের নির্মাণ কাজ চলায় ছাদের কোন সিঁড়ি ঘর ছিল না। ধারণা করা হচ্ছে, এই ছাদের উপর দিয়ে দুর্বৃত্বরা প্রবেশ করে থাকতে পারে।


শামসুন্নাহারের ছেলে সালেহ আহমেদ স্বপন সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশে কর্মরত। তিনি বাসায় চুরির খবর পেয়ে শ্রীমঙ্গল থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুময়ুন কবির জানান, ঘটনার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/রিয়ন/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com