শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলে আরো ১৯ জনের মৃত্যু
প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১০:০৫
ময়মনসিংহ মেডিকেলে আরো ১৯ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন উপসর্গে ও ১৪ জন করোনায় মারা গেছেন।


মঙ্গলবার (২৭ জুলাই) গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।


করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রহিমা খাতুন (৪৫), ফ্রান্সিলা কামা (৪৬), ফুলপুরের অজিত পণ্ডিত (৭০), নেত্রকোনার সদরের শেখ ফরিদ (৩২), জামালপুর সদরের আইনুদ্দিন (৮৫)।


উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নুরুল ইসলাম (৬০), রোকনুজ্জামান (৫০), গৌরীপুরের রাবেয়া খাতুন (৫৫), ফুলপুরের মনোয়ারা (৬০), ধোবাউড়ার ফাতেমা (৭০), নেত্রকোনা সদরের রোমেলা (৬৫), কেন্দুয়ার মইনুল (৬০), জামালপুর সদর উপজেলার সুফিয়া বেগম (৬৮), শওকত আলী (৬৫), রমজান (৩৫), বকশিগঞ্জের খাদিজা বেগম (৬৫), গাজীপুর শ্রীপুরের রাবেয়া খাতুন (৬৪), কিশোরগঞ্জ হোসেনপুরের রফিকুল (৫৫), টাঙ্গাইল ধনবাড়ির আবদুর রশীদ (৫৫)।


ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৩৮ জন রোগী চিকিৎসাধীন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।


জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৩০০ নমুনা পরীক্ষায় ৩৩২ জন নতুন করোনা রোগী শনাক্ত হন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com