শিরোনাম
জামালপুরে এক মৃত্যুর দিনে শনাক্ত ৪৩
প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৩:২৪
জামালপুরে এক মৃত্যুর দিনে শনাক্ত ৪৩
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুর জেলায় করোনা শনাক্তের সংখ্যা গত পাঁচ দিন নিম্নমুখী ছিলো। কিন্তু রবিবার (২৫ জুলাই) আবারো শনাক্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। জামালপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাব এবং রেপিড অ্যান্টিজেনে ২৩৬টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।


এছাড়া করোনা শনাক্ত হয়ে সরিষাবাড়ির মহাদান ইউনিয়নের বন গ্রামে সোহরাব আলী শেখ (৭০) নামে এক ব্যক্তি মারা গেছে।


জামালপুর কোভিড ইউনিটে ১১ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন ও ঢাকায় পাঁচ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হোম আইসোলেশনে আছেন ৪৭৪ জন রোগী।


জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান সোহান জানান, গত পাঁচ দিন শনাক্ত কম হলেও আজ শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।


যত বেশি নমুনা পরীক্ষা করা হবে শনাক্তের সঠিক হার তখনই বোঝা যাবে। তবে এটির জন্য অবশ্যই সময় লাগবে। সাধারন মানুষ যদি কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে আগামীতে সংক্রমণের হার কম হবে বলে আশা করেন তিনি।


বিবার্তা/ওসমান/অনামিকা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com