শিরোনাম
শেরপুরে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১২:০১
শেরপুরে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯ জন।


একই সময়ে সর্বোচ্চ ১৪৬ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৯১ জন। এর আগে ৮ জুলাই সর্বোচ্চ ১০০ জন করোনা শনাক্ত হয়।


রবিবার (২৫ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।


জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ল্যাব ও র‌্যাপিড অ্যান্টিজেন ৪৬০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৪৬ জন। জেলায় করোনা শনাক্তের রেকর্ড এটি। নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৭৩ শতাংশ।
জেলা সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। করোনার ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। করোনা নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা পালন করতে হবে। তা না হলে সামনের দিনগুলোয় ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় শেরপুর স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে।


বিবার্তা/জাহিদুল/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com