শিরোনাম
বেনাপোলে কঠোর অবস্থানে প্রশাসন
প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৬:০৯
বেনাপোলে কঠোর অবস্থানে প্রশাসন
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (২৩ জুলাই) থেকে সারাদেশে চলছে কঠোর লকডাউন। দুই সপ্তাহের এই লকডাউন নিশ্চিত করতে সীমান্তবর্তী বেনাপোলের বিভিন্ন এলাকায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।


শনিবার (২৪ জুলাই) সকালে বৃষ্টির মধ্যেও নিজেদের দায়িত্ব পালন করছেন প্রশাসনের কর্মকর্তারা। পুলিশের সাথে সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছে বেনাপোলসহ শার্শার অলিতে গলিতে।


শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা ইউএনও মীর আলিফ রেজা।


তিনি জানান, করোনা সংক্রমণ সারাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ মাঠে কাজ করছে। এ অবস্থায় সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকরে সবাইকে সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।


বিবার্তা/নয়ন/অনামিকা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com